দেখতে দেখতে চুয়াত্তরের
স্বাধীনতার স্বাদ
শত শহীদের রক্তে আর প্রাণের বদলে
কেটেছে সেই আলো-আঁধারি রাত।
আজ আমরা সত্যিই স্বাধীন
নেই কোন ইংরেজ শাসন
তবু কোথাও যেন পরাধীনতার প্রলোভন।
রাতের আধারে একলা মেয়ে আজও অসহায়
পাছে চিন্তা যদি কিছু হয়।
উন্মুক্ত চিন্তাধারার ভাষণ কেবলই কোলাহল
আস্তে আস্তে জীবনটাও চাচ্ছে রসাতল।
উঁচু উঁচু অট্টালিকা কংক্রিট এর ভীড়
স্বাধীনতার স্বপ্ন দেখে ছোট্ট একটি নীড়।
কেউ থাকে উচ্চমানের সর্বোচ্চ স্তরে
কেউ হয়তো গুমড়ে মরে ছোট্ট কুঁড়ে ঘরে।
স্বাধীনতা নিয়ে যতই গলা ফাটায় না কেন?
স্বাধীনভাবে বাঁচুক সবাই
হে সমাজ তুমি কি এটা মানো?
এতকিছুর পরেও
মাগো চাই স্বাধীনভাবে বাঁচতে
আমার এই ভারত মাকে
স্বাধীন ভাবে রাখতে।