ঘরের মা আজ অনাহারে
মাটির মা সাজের বাহারে
ছেলে মায়ের দূরত্ব আজ অনেকটা দূর
সে ছেলে প্রতিমার বার্তা দেয় সুমধুর।
#
ফ্ল্যাটের আজ বড় দুর্গা পুজো
প্রতিমা টাও সেজেছে দারুন।
নিজের মা আশ্রম এ আছে
অবস্থাটা তার করুন।
#
ব্যালকনিতে সে আজ দাঁড়িয়ে কাঁদে
বউমা তার দুগ্গা মায়ের ভোগ
উপোস করে রাধে ।
শিক্ষিত সমাজের করুন বাস্তবায়িত ছবি
সেই মা বলেছিল বড় হয়ে মানুষ তুই হবি।
#
যে ছেলে আজকের মা ভক্ত, কেবলই মায়ের অনুগামী।
দিন ঠিক আসবেই থাকবে সেই মা আশ্রমে
সেদিন হবে মাটির মায়ের গুরুত্ব বেশি, নিজের মা কম দামি।
#
বদলে যাক সমাজ বদল হোক বাস্তব
মা-মাটি এক হোক।
হোক না কিছু নতুন দিগন্তে সৃষ্টি
আমরাই পারি বদল করতে
সমাজ এর ঘৃণিত এক দৃষ্টি ।
#
আশ্রম গুলো থাকুক স্মৃতিতে
কিংবা কোন বন্ধ বইয়ের পাতায়।
জীবিত মা
উন্মোচন করুক মাটির প্রতিমা।
মা দুগ্গা তুই এনে দে মা এমন একদিন
আশ্রমের প্রতিটা মা হোক স্বাধীন।