স্বপ্নিল – সুরঞ্জন মালিক

স্বপ্নিল  -   সুরঞ্জন মালিক

আমি দেখলাম… দেখলাম কি ! এখনও দেখছি
সে আজব স্বপ্ন!
জানিস দেখলাম এক কবি বন্দুক হাতে
যুদ্ধের মাঠে, সাদা গোলাপ এক
রঙ বদলে এই হলুদ, আবার লাল
আবার সাদা !
জানিস দেখলাম বৃষ্টি হচ্ছে খুব
আমি ভিজছি।
তারপর, তারপর জানিস দেখি রামধনুর পথ বয়ে
একটা চেনা মুখ। পূরবী ! বুঝলি পূরবী !
সব যেন এক , সব যেন এক আছে জানিস!
আমরা হাত ধরেছিলাম, তারপর কত বালিচাপা কথা
আমার টবের নয়নতারা ফুলের মত গজিয়ে উঠল।
ও বলল, ” ভালবাসি, ভালবাসি এখনও…
তখনই জোয়ার এল চাঁদের টানে।
তখনই , ঠিক তখনই ভাবলাম
স্বপ্নের হতে লাগাই হাতকড়া।
আর তারপরেই …
স্বপ্নের ক্লাইমেট খুব দ্রুত চেঞ্জ হয় রে,
বরফ দেখলাম আমি, আবার
গেঞ্জি হাফপ্যান্ট গ্রীষ্ম !
হাঁপিয়ে ঘেমে নেয়ে চান !
ইস গোলাপ টা –
গোলাপ টা নিতেই যাবো, আর…
তখনই কোথায় সেই রামধনু, কোথায় বৃষ্টি !
দেখি আমি গিজার পিরামিডের সামনে একা !
কেউ নেই, ধূধূ চারিদিক।
আকাশ তবু মেঘে ঢাকা !
রহস্যময় স্বপ্ন বটে বল !
– মিশরের থেকেও বেশি।
শুধু পূরবীকে যেন সত্যি মনে হল রে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *