স্বপ্নদর্শী স্মৃতি ও কুমারী শীতকাল – মহীতোষ গায়েন

ইদানীং কিছু স্বপ্ন এসে ঘুম ভাঙিয়ে দিচ্ছে

ঘুম ভেঙে গেলে,এনগেজমেন্ট চরিত্রগুলি

হারিয়ে যায়,যেমন করে হারিয়ে যায় বিশ্বাস,

আবার ঘুম আসে,একে একে ফেরে স্মৃতি।

.

আজকাল স্মৃতিগুলি বাতায়নে ফিরে আসে,

ফিরে এসে অদ্ভূত দাপটের সাথে মস্তিষ্কের

দখল নেয়,জমি তৈরি করে ফসল ফলায়…

তারপর বেমালুম বেপাত্তা হয়ে যায় নির্ভীক।

.

এখনো শীতকাল আসতে অনেক দেরি

তবুও শরীরে তরতরিয়ে বাড়ে আলস‍্য…

আস্তে আস্তে হিমবন্ত অন্ধকারে সন্তর্পণে

জাল বিস্তার করে ঘিরে ফেলে উদ্দীপনা।

.

শীতকাল এসে গেলে কুয়াশার চাদরে ঢেকে

যায় দিগন্ত,ভোরের সূর্যের সাথে খেলা করে

শিশিরের মায়া,যাদুকর সোনালী রোদের

ঢেউ এসে ধুয়ে দেয় জড়তার শিরা-উপশিরা।

.

কুমারী শীতকাল আসে যৌবনগর্বে,স্মৃতিসিন্ধু

বেয়ে ফিরে আসে অতীতের জলবাতাস,মনের

গোপন বনে লীলাখেলে অপুষ্ট ভালোবাসা,প্রেম-

অপেক্ষার চাওয়া পাওয়া নন্দন ফুল হয়ে ফোটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *