সীমারেখা রেখে সীমায় –
যাব ভেসে আলোক ভেলায় ,
নামবো মনোরথ থেকে –
বাক্স থেকে একে একে ,
যত্নে মোড়া স্মৃতি থেকে ,
উপহারে সাজাবো তোমায় !
বিস্মৃত সিক্ত মুক্তা –
আর কথ-কথার জপমালা ,
এলোমেলো রবে কেন ফেলা ,
এলো যে তা পরাবার পালা !
যে তারায় গ্রাস করে কালে ,
দিবানিশি সেও আলো জ্বালে ,
প্রকাশিত ভানু চলে গেলে !
মনের-ব্যথার ভার –
ভাগে কেন মোর একার ,
কে বলো তা বইবে চিরকাল !
স্বরলিপি যার দান , কন্ঠেতে যার গান ,
যার লাগি কাঁদে হিয়া-প্রাণ ,
স্বত্ত্ব যে সবারই সমান !