আমফান আমার ঘর ভেঙেছে
তোকে যে কোথায় বসতে দিই,
উঠোনে জল মেঝেতে জল
জলের তলায় খোরাকি ।
ঘর বলতে ওরা বোঝে
মাটির দেয়াল টালির চাল,
তাইতো ওরা দিয়ে গেছে
পলিথিন সাথে কিছু চাল ডাল।
ঝড় আমার ভেঙেছে ঘর
কোথায় গিয়ে করবো বসত,
জলের তোড়ে ভেসে গেছে
আমার ভূত এবং ভবিষ্যৎ।
নোনা জলে মাঠ ডুবেছে
ডুবেছে সারা শরীর মন,
তোকে যে কোথায় বসতে দিই
সপসপে ঐ হৃদয় আসন।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”1″ /][contact-field label=”Comment” type=”textarea” required=”1″ /][/contact-form]