তোমার অভুক্ত সন্তানকে খাওয়ানোর জন্য যখন জনসম্মুখেই বসেছিলে হাঁটুগেড়ে।
একদল পুরুষ তোমায় দেখে হাসাহাসি শুরু
করেছিল নিজেদের মধ্যে গোপনে।
একদল তোমায় পর্শ করেছিল মনে মনে।
কোলের শিশুটিকে ছুড়ে ফেলে দিয়ে
মেতে উঠেছিল তারা চোখে চোখে
যৌনতার আধুনিক খেলায়।
এমন সময় তোমার কোলের শিশুটি
হাই তুললো,ঘুমিয়ে পড়ল।
তোমার চোখের দিকে চোখ পড়তেই লজ্জায় মুখ নিচু করে নিল তারা।
হনহনিয়ে পাচালিয়ে চলে গেল
ব্যস্ততা দেখিয়ে।
সকলে অসম্পৃক্তই থেকে গেল
এক মাত্র সম্পৃক্ত হলাম আমি।
