(স্কুলের বেদনা)
সেই কবে……..আমার,
দরজা, হয়েছে বন্ধ।
আজ নেই আমার,
মনে কোনো আনন্দ।
দাঁড়িয়ে আছি আমি,
শূন্য কোল,
শূন্য বুক নিয়ে।
আসেনা কেউ,
কাছে এগিয়ে।
” কেমন আছ?”….
করেনা কেউ জিজ্ঞাসা।
কারণ,আমার নেই যে,
কোনো ভাষা।
সেই কবে….আমায় ছেড়ে,
গেছে চলে,
আমার কচি কাঁচারা।
আর ফিরে আসেনি,তারা।
হয়ত,আমার জন্য,
হচ্ছে বড় ব্যকুল।
আমিও যে,তাদের জন্য,
বড়ই আকুল।
সেই কবে…..গেছে চলে,
সেইসব দিন।
ছিল, যেগুলি,
তাদের,রঙে,রঙিন।
আমার কাছেই,
জানতো তারা,
জীবনের ভালো মন্দ।
পড়ত কত,নতুন পাঠ।
আজ সবই হয়েছে বন্ধ।
খেলতো তারা, ছুট তো তারা,
আমারই,কোলে – বুকে।
তাদের জড়িয়ে থাকতাম,
আমি পরম সুখে।
সেই কবে….গেছে থেমে,
প্রার্থনা সঙ্গীতের সুর,
বাজেনা ছুটির ঘন্টাও,
সেসব,আজ বহু দূর।
আজ আমার শুধু,
বুকভরা কষ্ট।
আর কিছুই যে নেই।
আমি গুমরে কাঁদি,
রাত্রি আসে যেই।
দুহাত তুলে,বলি,
আকাশের দিকে তাকিয়ে,
হে ঈশ্বর!দাওনা…..
দাওনা…..আমার কচিকাঁচা,
আমার কোলে ফিরিয়ে।
জানিনা আবার,কবে,
আসবে,সেদিন,
ফিরে পাবো আমি তাদের,
আবার যেদিন।
আবার কবে উঠবে ভরে,
আমার কোল,আমার বুক।
পাবো আমি আবার,
সেই,পরম সুখ।
🖋️ (মনে – কলমে)
অর্ক মুখার্জী
অর্ক মুখার্জী