আমি মনে করি এটাই সেরা সময় মানবতাকে জাগ্রত করার। অধিকাংশ ক্ষেত্রেই আমরা মানবতা শব্দটির মানহানি করি। হয়তো এটিই সেরা সময় মানবতাকে কাজে লাগানোর। আমরা আজ সবাই বিপদগ্রস্ত প্রকৃতির নিয়মে। এটাই সেরা সময় মানুষকে দান করার। মানুষকে সহযোগিতা করার। সহানুভূতি প্রদান করার। মানুষের জন্য প্রার্থনা করার। কিছু না পারলেও অন্তত মানুষকে ক্ষমা করে দেবার। ইনশা আল্লাহ আমরা যেন ইনসাফকারিদের অন্তর্ভুক্ত হতে পারি।