মানুষ কেবল তার অতীত চিন্তা
মৃত্যু সমূহের ধারাবাহিকতা মাত্র
এইসব কাল রোজ খেয়ে দেয়ে গেলো
আমার সোনালী অতীত ফসল
বহু বণিক ঘরের দরজা খুলে রাখে
কৃষকের ঘাড় মটকে দেয়ার লক্ষে
তবুও কৃষক মরেনা, মরেনা
মহামান্য লাগামহীন বেলেল্লাপনা বলুন
কী দোষ আমাদের ফসলের?
বহুকাল আগেই বন্ধক রেখেছিলেন বীজ
এই বেশ প্রেম আমেরিকা-ইন্ডিয়ান দালাল চক্রের
অতঃপর
চেমের জোর নাই আমার ফসলের
এখন আমি আগুন দেই ধানে বালে
চায়না সাইকেলে করে হাগবার যাই…
জহির খান