শিরোনাম – সুরক্ষা
কলমে – ছন্নছাড়া
তারিখ – 8/12/21
বারে বারে ভাঙে এত বায়ুযান
তবু ফেরে না তো কারো হুশ!
শত শত সেনার জীবন
ঝরে যায় অকালে, তবুও সবাই বেহুঁশ।
সেনাদের জীবনকে কেন বারে বারে
ঠেলে দেওয়া হয় বিপদের মুখে?
কেন বারে বারে ভাঙে তাদের বায়ুযান?
কোন সে অজানা কারণে, আকাশের বুকে?
জানি, যন্ত্র যখন, খারাপ হতেই পারে,
তবু তো তার যথাযথ পরিচর্যা দরকার।
সামরিক খাতে বছরে করা হয় এত বরাদ্দ
তবু কেন ঘটে এমন বিপর্যয় বারবার?
যারা দিনরাত দেশকে সুরক্ষা দেয়
তাদের জীবন যদি সুরক্ষিত না থাকে?
কিভাবে তারা আত্ম বলিদান দিয়ে
দেশকে বিপদ থেকে সুরক্ষিত রাখে?
সত্যিটা এবার সামনে আসা দরকার
আর কতদিন সব থাকবে অন্ধকারে?
সেনাদেরকে সুরক্ষা দিতে আরও
সুরক্ষিত করা হোক তাদের এবারে।
—-@—-
# স্বত্ব সংরক্ষিত।