কথা বার্তা
সুদীপ চক্রবর্তী
কথার পৃষ্ঠে কথা বলে কথা গেল আটকে ,
এখন চলছে ফিকির ফন্দি
কি করে করবে বন্দী,
পুরবে তোমায় ঐ বড় ফাটকে।
চেলা চামুন্ডা আছে যত
ঘোৎ ঘোৎ করে বলছে তত ,
বেটা মহা পাঁজি , ভীষণ নচ্ছার ,
কথা বলার ছিরি দেখেছেন নেই কোন বড় ছোট জ্ঞান ,
না আছে আচার বিচার ।
দেখছেন না কি ঢঙ্গে কথা বলে ,
চাল দেখেছেন ? যায় হেলে দুলে ।
এরা দিনে দিনে পাচ্ছে ভীষণ আস্কারা,
তাই তো এতো দেমাগ , এতো বেয়ারা ।
এদের বাইরে রাখা একদম ভালো নয় ,
পাছে কখন কি হয় , কি হয় ,
বন্দী করে রাখা ভালো ,
এদের দেখতে দিতে নেই সূর্যের আলো।
এরা অন্ধকার জগতের লোক ,
অন্ধকারে পালন করুক শোক।
হুঁ , শুনলাম সবই , কিন্তু এঁরা সত্যি কথা বলে ,
মুচি ডেকে মুখ সেলাই করো ,
হাততালি দিই সকলে ।
তোমার তো বুদ্ধি অশেষ
তুমি পুরস্কার পাবে শেষমেশ ।