প্রথম আলো – সুদীপ ঘোষাল
ফেসবুকে রাশি রাশি প্রতিশ্রুতি দিয়ে সময়ের আলিঙ্গনে ভিজে যাওয়া আমার মন বলেছিল
হয়ত আরও কিছু বাকি…
হয়ত চাঁদ জেগে উঠবে নিশি রাতের আকাশে
হয়ত ছন্দে নাচবে হাওয়ায় ওড়া কৃষ্ণচূড়ার রেণু
হয়ত এর পরেই বামন হয়ে চাঁদ ছোঁয়ার সাফল্য…
হয় নি কিছুই,
তবু হৃদয় রাঙায়
ভ্যালেনটাইনস ডে তে পাওয়া গোলাপগুচ্ছ
স্কুল ফেরৎ ছেলেটার সফল জীবনে
অপেক্ষারত, কিশোরী স্মৃতি, ধরে আজও পথচলা…
সে কি বলতে চেয়েছিলো চিঠির আড়ালে
অজানা গভীর সমুদ্র…
আজও ছেঁড়া কথার টুকরোমালা হাতে নিয়ে
মঙ্গলকামনায় কাটে নির্জন রাতের গল্প
আজও ছেঁড়া কথামালা বুকে জাগায় অতৃপ্ত প্রথম আলো…
একটু কোণে রেখেছে বিষাদ বাঁশির সুর
প্রেমিকা নবরূপে বাঁচায় ছেলেবেলার
হৃদকম্পন
নাকি একপেশে কুঁকড়ে যাওয়া অতীত নিয়ে পড়ে থাকে আজন্ম ঘরণী
জানা নেই লুকানো উত্তর কিংবা সেঁটে থাকা
না পড়া পাতা…
সুদীপ ঘোষাল নন্দন পাড়া খাজুরডিহি পূর্ববর্ধমান ৭১৩১৫০ মেল sudipghoshal59@gmail

পুরোনো বাদক – সুদীপ ঘোষাল
তুলনা খুলেছে মুখ নিঃশব্দ নির্জন
এগিয়ে আছে ভিতরে সাফল্য কখনও
তোরঙ্গ পোঁটলা ফেলে একাকি সন্ন্যাসী
বই পত্তর পুঁটুলি ভাষাদাস নিঃসঙ্গ একাকি
ঘাসের সীমানা ছেঁড়ে আজন্ম ঘরণী
রুটি রুটি গন্ধ মাখে পথচারি খিদে
টান টান সরলতায় চলে অভাবি পকেট
খামখেয়ালি সুর দোলে ফুটপাত জুড়ে
পইপই হা হুতাশ মাতে কলরবে
ঝিমঝিম পরিবেশ ছাড়িয়ে আদিগন্ত মাঠ
খলবল জলজ জঙ্গল, মহুল নেশায়…
সুদীপ ঘোষাল নন্দনপাড়া খাজুরডিহি পূর্ব বর্ধমান ৭১৩১৫০ মেল sudipghoshal59@gmail

অভিমান – সুদীপ ঘোষাল
বনফুল তুলে নাটকের ঘর সাজাতে গিয়ে
আপন ঘর ভোলো?
যখন বিষন্ন মেঘ কৃত্রিম সাজানো বাগানে
ঝড় তোলে
ভেঙে ফেলে সকল অহংকার
আশৈশব খেয়ালে চলে এস তখন
অকৃত্রিম সুন্দরের আহ্বানে
শুধু আনন্দ আবেশে
ঘুমিয়ে পড়বে তোমার সকল অভিমান।
সুদীপ ঘোষাল নন্দনপাড়া পূর্ব বর্ধমান ৭১৩১৫০ মেল sudipghoshal59@gmail

রীতি – সুদীপ ঘোষাল
মেতে যাই আপৎকালীন তৎপরতায়
ভুলে যাই প্রস্থানের পথ
যদি দুঃখটাকে সুসিদ্ধ করি হৃদয়পাকে
মৃত্যুকে আলিঙ্গন করি নির্দ্ধিধায়
একটাই নিশ্চিত বাণী
জেনেছি হৃদয়ে হৃদয় রেখে
প্রবাসে ঘর যতই বাঁধি
ছেড়ে যাই ভাড়াটিয়া ফানুস সেজে…
সুদীপ ঘোষাল নন্দন পাড়া খাজুরডিহি পূর্ব বর্ধমান ৭১৩১৫০ মেল sudipghoshal59@gmail

বিজেতা – সুদীপ ঘোষাল
১
স্বপ্নের ভেতর ঘুমিয়ে আছে ঈগল স্নান
ওকে বাঁচিয়ে রেখো, চেতনার সবুজ রঙে
গ্লোবাল ওয়ার্মিং, প্লাস্টিক সমস্যার মধ্যে স্বপ্ন কেমন ম্লান পরি । ঠিক ঘর গড়া অরণ্য সন্ন্যাসীর উড়ু উড়ু মন, ছেঁড়া ছেঁড়া জীবনে গেরুয়া ধন
উড়তে দিও দেবতা শরীর, দ্বিপদ গমণ
জানা হয় নাই গির্জা, দেউল কিংবা নির্জন প্রেম
তাই ফিরে ফিরে যাচে লোভ, জ্যোৎস্না জীবন।
২
দুঃখের ভিতর আর একটা দুঃখ
ভুলে যাও আপন আপণ
বিতরিত হৃদয় দোলায়
তৃপ্ত হোক বুভুক্ষু মালা
এক লহমায় জীবন্ত, আস্ত জীবন এক
কোন এক সমাজ সেবায় ধন্য
প্রেমিক মানুষের কাছে চলে কাব্য ধর্মকথা
তাই বসন্ত রাত হয়ে ওঠে, প্রেম ডটকম।
৩
ভেতরে পোষ্য এক পাখি
কথা বলে স্বপ্ন দেখায়
হতে পারে অসীম আকাশ
সমাজের কোণে কোণে ফাগুন
একটা কথা বলে যায় বোষ্টম সুরে
অযথা আমার আমি হেরে যায়
পদ্মপাতার টলমলে জীবন যৌবন
না থেমে সবুজ জীবন
গেয়ে যায় ধিন তাক বরষার মন।
সুদীপ ঘোষাল নন্দন পাড়া খাজুরডিহি পূর্ববর্ধমান ৭১৩১৫০ মেল sudipghoshal59@gmail

উড়ান – সুদীপ ঘোষাল
যেতে গিয়েও থমকে থাকে অতীত
রঙচঙে বিছানা, পুরনো বালিশ, ভাঙাচোরা স্মৃতি
ভালোবাসার বিকেল, অভিমানের রাত
কি একটা সুর বেঁধে দেয় বিচ্ছেদ
যা ভুলতেই সমুদ্র ঝাপসা হয়ে আসে
ভালোবাসার’ অশ্লেষা মঘা’ নেই
বিরহের মায়া নিয়েও
ফিঙে মাতে বৈকালিক উড়ানে…
সুদীপ ঘোষাল নন্দনপাড়া খাজুরডিহি পূর্ববর্ধমান মেলsudipghoshal59@gmail.com

ঐক্য – সুদীপ ঘোষাল
এত ছড়ানো ছিটানো মায়া, ভালোবাসা
কবরের নিচে কাব্যময় জীবন মরণ
সৈন্যটি স্বপ্ন দেখেছিলো
জীবনের গানে গানে অমৃতময় যৌবন
ফিরে আসার কথা ছিলো ফাগুন আহ্বানে
অবশ্য কথা রেখেছিল কথাকার
কফিনে ঢেকে রেখেছিলো অতৃপ্ত আঁধার গভীর
প্রেমিকা তার ফুল এনেছিল বদ্ধ হাতের পরশে
শিশুপুত্র খোঁজ করেছিল পিতার
তার হাতে ফুল নয়
মুঠোবদ্ধ হাত উঠেছিল মাথায়
আগামী অঙ্কুর তার আগমণবার্তা শুনিয়েছিল
এ যাত্রা বন্ধ হবার নয়
ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার নয়
হাতে হাত রেখে ভারতবর্ষ দাঁড়ায় বুক চিতিয়ে
যত বড় বাধা আসুক
পেরিয়ে যাবে বাধা ঐক্যের সুরে।
সুদীপ ঘোষাল নন্দন পাড়া খাজুরডিহি পূর্ববর্ধমান ৭১৩১৫০ মেল sudipghoshal59@gmail

বিরহ – সুদীপ ঘোষাল
মিলনের পরেও দেহাতীত আফসোস
আর একটু বেশি হতে পারত কিংবা ফালতু রস
প্রোটিন প্রোফাইল তৈরি রাখতে হয়
নয়ত একটা দীর্ঘশ্বাস, মরণের হেতু হবে
অথচ এখনও কানের পাশে
যৌন উদ্দিপক পোশাক থেকে খসে পড়ে শরীর
অলিন্দ নিলয় ভেদ করে কামের ভেদভূমি
এখানে বাগান সাজাতে পারত লাল পলাশ কিংবা হলুদ সর্ষে
একটার পর একটা ঢেউ পেরিয়ে তীর খোঁজে সাঁতারু
তার আর বাকল নেই বৈরাগি বিরহের প্রান্তে
সুদীপ ঘোষাল নন্দন পাড়া খাজুরডিহি পূর্ববর্ধমান ৭১৩১৫০ mail sudipghoshal59@gmail