দুপুর গড়িয়ে আশ্বিন বেলা
মিলেনা কিছুতো নয়নে!
আমারও হৃদয়ে চুমেচি আকাশ
দেখেছি অবাক শয়নে।
মানুষর তানে কল্লোল পৃথিবী
মিঠা রোদে পুড়ে পিঠ
কাহারো প্রাণেতে দুঃখের ঢাক
অবিরাম চোষে কীট ।
#
আদর স্নেহ তে পুষিনু পাখি
খাচার ভেতর রেখে
চিড় ধরিয়ে উড়িয়া পালাল
আদর স্নেহ মেখে।
দূর্বার হয়ে ছুটিলাম কত
পাইনা ছুঁতে তাহারে
আষাঢ়ে ভাদরে নানা মাসে ধরে
দিয়েছিনূ সুখ যাহারে ।