মাস্ক মুখেতে মা এসেছে
আমরা মরি ডরে,
ভক্তিঅশ্রু দান করো সবে
সবার অগোচরে।
মা যে আনন্দময়ী মা
এই পৃথিবীর চেতন মূলে
তাঁর নেই যে তুলনা,
সকল ভুলে পাদমূলে
নাও গো আজ ঠাঁই
সকল ভরসার মূলে
তিনি যোগান ভরসাই,
চিন্তাচেতন ,বিবেক কেতন
কিম্বা শুদ্ধমনের ‘পর
মহামায়ার মহাখেলা
জাগে নিরন্তর।
তবু কখন মাকে ভুলে
আমার দিকে ধাই
স্বপ্নগুলো আমার মাঝে
অমর হল প্রায় !
জগত মাঝে বুদবুদ আমি
তবু গরব কত !
মাকে ভুলি শূন্যথলি
‘আমি’ই জাগ্রত।
মনের সুখে ডাকি না বলে
ভয় তরাসে পাশে পেতে
যখন তখন বোকার মতো
থাকি দু হাত পেতে ।
আমি মায়ের মা আমার
মা যে সারোৎসার
একথা জেনে সুখের দিনে
ফিরব যেন আবার ।।