সীমাহীন
শর্মিষ্ঠা গুহ রায়(মজুমদার)
সব চুল এলোমেলো,
পাগল হাওয়ায় উড়ছে আপন খেয়ালে।
হাতে পেনসিল,আঁকিবুকি কাটছি
সাদা কাগজে।
পিঁপড়েরা সারি সারি চলেছে,
অগুনতি,অসংখ্য-
আমি শুনতে পাচ্ছি তাদের মিলিত গান।
মিশে যাচ্ছি যেন তাদের পদছন্দে।
রঙের দোয়াত পড়ে আছে নিঃশব্দে,
গড়িয়ে চলেছে রঙ কোনো মোহনায়
মিশে যাবে বলে,আমি দিশাহীন
তাকিয়ে আছি তার চলার পথে।
শব্দ খুঁজছি কিন্তু পাচ্ছিনা,
কত শব্দের মেলা চারিদিকে!
তবু হাতড়ে চলেছি আমি দিশেহারা,
এ খোঁজার শেষ নেই,সীমাহীন অনন্ত কাল ধরে।
Sarmistha Guha Roy (Majumder)