সাম্প্রদায়িক গিরগিটির অভিষেক হোক

# সাম্প্রদায়িক গিরগিটির অভিষেক হোক #
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
——————– হোসেইন আহমদ চৌধুরী।

আজকাল নেই না ইতিহাসের সবক
খুঁজতে যাইনা সত্য মিথ্যের ফারাক

তোমরা বন্ধ করে দাও শিল্পের কপাট
ভণ্ডামির মুখোশ এঁটে চুরমার করো ভাস্কর্য প্রণয়
পাতিহাঁস গিলে খাক বাঙালির ইতিহাস

এখন পঠিত হয় নিষ্ফল আরতির কবিতা
সাম্প্রদায়িক কাকের কণ্ঠে বাজে সুবোধ সংগীত
নপূংশক চাটুকারের গলায় শোভা পায় বিজয়ের মালা
শিল্পীর হাতে ধরিয়ে দাও তার ভাঙা ট্যাঙ
ভেঙে দাও সত্যদর্শী কবির কলমের নিব
আর সুতীক্ষ্ণ ক্ষুরে কেটে দাও জিভ

আমাকে আশ্চর্য হতে হয় হরদম
পাঠ করতে হয় অমেরুদণ্ডী কবির বিষাক্ত কবিতা
দেখতে হয় ধনাঢ্যের অধিকারে ক্ষুধার্তের পেট
কবিতা, সংগীত, শিল্পের ভুবনের দখলদারিত্ব চায় সুচতুর ক্লীব
পদলেহী বানর শিল্পের সাধক, বুঝে নিক পদ ও পদক

আর কোনো নন্দনচর্চা নয়, মানবতার স্লোগান বন্ধ করো
আলোর ইতিহাস পুড়িয়ে ডেকে আনো অন্ধকার সময়
বরণডালা সাজিয়ে দাঁড়াও দেখি
সাম্প্রদায়িক গিরগিটির অভিষেক হোক।
———–///———–
হোসেইন আহমদ চৌধুরী, বিয়ানীবাজার, সিলেট।
রচনা: ০৯/০২/২০২১ খ্রি.

হোসেইন আহমদ চৌধুরী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *