আত্বার সাথে আত্বার কথা
কষ্ট আছে কষ্ট নাই
নিয়ম মানি নিয়মের বাইরে
লাশের গন্ধে উত্তাল সাভার ট্রাজেডি
অথচ
সাধারণ জনগণ নিরাপত্তা চায়
আওয়াজ আছে আওয়াজ নাই
ভূমি
তুমি বলো আজ এটা কার লাশ
নাম না জানা শহরে চলে গেলো কার লাশ
রক্ত জানে শ্রমের বাজারে রক্তের প্রয়োজনিয়তা
অতঃপর
সভ্যতার পোষাক খুলে ফেলি
যে পোষাক নিরাপত্তা দিতে পারেনা
সে পোষাক মূল্যহীন
প্লিজ
আসুন আগে পাপ-পূর্ণের হিসাব না কষে
জীবন পূর্ণের হিসাব কষি
জহির খান