#সান্তার_কাছে_আবেদন
কলমে : কেয়া চক্রবর্তী
সত্যি তাই,
কে যে আসল আর কে যে নকল,
বুঝি না কিছু ই,
কখন যে কে হচ্ছে আপন,
কখন আবার পর,
এদের নিয়েই সাজাই
আমরা আমাদের সাধের খেলাঘর,
সার্কাসের জোকার যারা,
পেটের দায়ে খেলা দেখায়,
অভিনেতা/অভিনেত্রী নাটক করে,
তাদের সেটাই পেশা; তারা করে অভিনয়,
মানুষ কেন এমন করে,
বোঝার নেই কোনোই উপায়?
মুখের ওপর মুখোশ এঁটে,
মনের কথা লুকায়,
সান্তা তুমি এবার এসে,
দিও এমন উপহার,
দিও তাদের ক্ষমতা বোঝার,
আর উপায় তাদের চেনার,
কেক, বিস্কুট, লজেন্স চাই না,
দিও আমায়, ক্ষমতা শুধু মানুষ চেনার,
দিও সবাইকে পেট ভরে
ক্ষমতা খাওয়ার,
এই ঠান্ডায় পায় আশ্রয়
মাথার ওপর ছাদ জোটে যেন সবার,
শীতবস্ত্রের অভাবে যেন,
কেউ না মরে যায়,
সহায় হয়ো, সান্তা তুমি
রেখো সবাইকে তোমার ছত্রছায়ায়।।
©কেয়া চক্রবর্তী®