চোখের সামনে পৃথিবী মূমূর্ষু,
সবুজের সংকেত আর নেই,
শুধু সাদা বৈধব্যের অসুস্থ চিহ্ন,
তোমাকেও ডুবতে হবে
ফুলের ঘ্রাণ নেওয়া ভ্রমরের মতো!
তোমার রোদ ও ঢাকা পরলো
বুড়ি কুয়াশার মধ্যে!
আমোদের বীণায় না পাওয়ার ছেঁড়া
তার কেবল ই জড়িয়ে যাচ্ছে,
উদ্ভট কল্পনার ভাঙা তাঁতে,রঙিন বেনারসী বোনার আকাশ কুসুম কল্পনায়,
ঘরের দুয়ারে নয় মনের দুয়ারে খিল!
সমাজের কানে কানে সর্বনাশা পরামর্শ
জপে অলৌকিক পূণ্য লাভের জন্য,
সৃষ্টির উন্মত্ততায় অনাসৃষ্টি বিষবৃক্ষ
রোপন হচ্ছে প্রতিপল,প্রতি ক্ষন।
অরণ্য চোঁয়ানো ঝাপসা আলোয়
জীবনের আনন্দের উৎস খোঁজে!
চোরা বালিতে নেমে উদ্ধার আহ্বান করে,আর নিন্দুকের চোখ দিয়ে দেখে
সমাজদর্পনে নিজের মুখচ্ছবি!!
ঘূর্ণায়মান পৃথিবীকে থেমে যেতে দেখি
সংগ্রামে ক্লান্ত সৈনিকের মতো!!