সরষে ফুলের আলপনা

#সরষে ফুলের আলপনা
#প্রদ্যোৎ কাঞ্জিলাল
#১৬/১২/২০২১
*******************************
শীতের সকাল সবুজ ঢেকেছে কুয়াশাঘেরা চাদরে
হাঁটু নদী জলে পথ পেরিয়ে যায় হাটুরে
হাঁটুভাঙ্গা জলে আড়মোড়া শরীরে নদী বয়ে চলে
শীতের শরীরে সরষে ফুলের আলপনা আঁকা আছে।

হিমেল বাতাস বয়ে চলে আপন গতিতে
গ্রামের ব্যস্ত জীবন ত্রস্ত হয়ে ওঠে দেরিতে
আড়মোড়া ভেঙে ভোরের আলো উঁকি দিয়েছে ঘরে
আমার তখন পথ চলা শুরু তোমায় ভালোবেসে।

নরম রোদের আলো মেখেছে মাঠের মেলা ধান
সূর্যিমামার প্রখর রৌদ্রে সময় কিছুটা ম্রিয়মাণ
ব্যস্ত চাকা ঘুরছে তবে কর্মচঞ্চলতা পাচ্ছে প্রাণ
চলার ফাঁকে দিচ্ছে উঁকি সময়ের চলে যাওয়া।

ঠান্ডা হাওয়ার শীতল স্রোতে জীবনকে বয়ে নিয়ে যাওয়া
আকাশ দিয়েছে নির্মল বার্তা প্রফুল্ল চিত্তে
হৃদয় আমার ভরে উঠেছে সুঘ্রান খেজুরের রসের বৃত্তে।

ব্যস্ততা দেওয়া নেওয়া থাকুক জীবনভর
ঠান্ডা হাওয়া পাঠ পড়ায় সময়কে ধর…….।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *