জীবনের মন্দ লই বুকে
উত্তম মন্দেরই উত্তম রূপে
আলো,কালো একাকার হয়;
প্রাবল্য আলো কালো মাপে।
সমতার রৈখিক করে ছিন্ন
সুখ,তখনই আনন্দ করি;
খারাপ অসুভ জীবনেই ভুলি
হিসাব,প্রামান্য,সময় ধরি।।
নবীন মণ্ডল
লেখার স্পর্শে - লেখক - সমালোচক - পাঠক
লেখার স্পর্শে - লেখক - সমালোচক - পাঠক
জীবনের মন্দ লই বুকে
উত্তম মন্দেরই উত্তম রূপে
আলো,কালো একাকার হয়;
প্রাবল্য আলো কালো মাপে।
সমতার রৈখিক করে ছিন্ন
সুখ,তখনই আনন্দ করি;
খারাপ অসুভ জীবনেই ভুলি
হিসাব,প্রামান্য,সময় ধরি।।
নবীন মণ্ডল