লিখছি আমি। লিখছি তুমি
তোমরা দিচ্ছ সম্মাননা
দেখছি ভেবে ভাবের ঘরে
জেগে উঠেছে সম্ভাবনা
আজ যে লেখে। কাঁচা হাতে
কাল সে লেখে পোক্ত ভাবে
যায় যে বেড়ে। কলমের সম্মান
তোমরা দাও মান সম্মান
নথি জমে আমার। ভাব ঘরে সনদ
বাংলা ভাষায় মান বেড়েছে
স্রোত তরঙ্গে। যায় ভেসে
ভাবের ঘরে আলোড়ন
লেখার চেষ্টা। করে চলেছি
মনের মধ্যে আন্দোলন
ইচ্ছা আমার। বেড়ে চলে
প্রতিদিনের লেখা কবিতা
হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। মনে এসে যায়
নানা ধরনের কবিতা
এমনি করে যায় যে বেড়ে। মনের ক্ষুধা
ক্লান্ত হাতে শক্ত কলম
হৃদয়ের ভাব তরঙ্গ। সৃষ্টির আনাগোনা
তোমরা দিলে সম্মাননা
রসদ আমার থাকুক জমে। কলম সচল
লেখাই আমার জীবন
মনের অনুভূতি। কালিকলম সম্মান
রাখতে পারি যেন মান।