–
[post-views]
–
[printfriendly]
–
স্কুলের খাতা থেকে দ্বন্দ্ব সমাস উঠে এসে চর্যাপদ গাইতে শুরু করে জীবনে — নানা মাত্রিক ছন্দে।
কখনো ব্যতিহার বহুব্রীহিও, যেমন…
চুলে চুলে যুদ্ধ — চুলোচুলি। যেখানেই যাও সাথে সাথে চলবে।
তবে চলমান দৃশ্য সুখদায়ী বা দুখদায়ী হোক চলতে থাকে… অনেকটা জোনাকি — জ্বলছে নিভছে বন্ধ কিন্তু হচ্ছে না।
চলাটাই জীবন থামাটা নয়। সমাসে সমাসিত থাক।
“বিধির বিধান কাটবে তুমি এমন শক্তিমান”
নিত্য পূজার মত এই গান অর্ঘ্য হিসেবে নিবেদিত। মেনে নাও মানিয়ে নাও।
অ্যাই হাতটা একটু ধরবে…
–
–
–