–
[post-views]—
নিথর সব দেহ গুলো
মন্দিরের ধারে পরে,
এমন ভাবে আছে ওরা,
যেন মণে হচ্ছে গেছে মরে।
মরা নয় তবু আধমরা শব,
জীর্ণ দেহ,কঙ্কালসম
ওরা পরে থাকা অসহায় ধব,
মোদের মাতৃসম।
কখনো ওদের সংসার ছিল,
ছিল স্বামী পুত্র পরিবার।
স্বামীর মৃতুতে ভাগ্য হারিয়েছে,
পুত্র বলেছে সংসারে তোমরা বেকার।
কানাকড়ি যা ছিল ওদের,
কেড়েকুরে তো মারকাটারি।
তাড়িয়েছে ওদের গৃহ হতে,
আজ সমাজে ওরা ভিখারী।
জীবন নদীর খেয়া ঘাটে,
কখন এসেছে জোয়ারের জল।
ভেঙেছে ঘাট,গলেছে মাটি
আজ হাতেনাতে তার ফলাফল।