সময়ের পাঁচালি

কিছু কিছু সময় আসে
কিছু কিছু সময় চলে যায়
কিছু সময় অতীতে ফিরে দেখে
আর কিছু ভবিষ‍্যতকে ভাবায়।

এভাবে সময়ের ভেতর সময়
অন্তরের ভেতর অন্তর ডাকে
একসমুদ্র রাতের মাঝে উত্তাল ঢেউয়ের ধারাপাতে
রাতেরা হাসে দিনেরা বদলায় কালান্তরে তবু একসময়—

সূর্যরা হাসে তারারা ঝলমল করে নীল আকাশে
আলোয় আলোয় ভরে ওঠে সব বসন্তের সকাল
অরণ‍্যের ভেতরে মাঠ আবার মাঠের ভেতরে অরণ‍্য
পাখি বসে সবুজ ঘাস আদর করে চোখের পালকে—

অন্ত জেগে থাকে অনন্তের অদৃশ‍্য ছবিতে অনেক
না দেখার হিসেব মেলায় জাগতিক এষণার পাহাড়!
শূণ‍্য থেকে মহাশূণ‍্যে মধ‍্যাকর্ষণের সাবলিল বলয়ে
পৃথিবী লুকায় পৃথিবীর মেরুকরণে মানুষের প্রকৃতি।

IMG-20221225-WA0000.jpg

প্রদীপ ভট্টাচার্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *