“সব করেছি তোমার তরে ”
একটি চিঠি পোষ্ট করেছি
তোমার নামে মেঘের দেশে !
বৃষ্টি হয়ে ঝরে যদি,
তোমার কাছে
সময় করে পড়ে নিও ?
সান বাঁধা ঘাট করেছি
অচিন তটের নিঁঝুম ধারে !
সাম্পান কোণে বৈঠা হাতে
বসে আছি তোমার আশে,
সময় পেলে দেখতে এসো ?
একটি পাখি পোষ করেছি
তোমার নামে ডাকবো বলে !
ছেড়ে দিয়েছি পিঞ্জর খুলে
তবুও সে যায়নি চলে,
কাদে বসে বিলি কাটে
আমার চুলে!
সময় করে দেখে যেও?
একটি দোলনা টানিয়েছি
বকুল গাছের দক্ষিণ ডালে,
দোলে দোলে পরে বকুল
মাথার উপর হুড়মুড়িয়ে !
গন্ধে মাতাল বকুল তলা
সময় পেলে দোল খেয়ে যেও ?
একটি স্বপ্ন চোখের কোণে
জোনাক হয়ে ভাসতে ছিল !
হঠাৎ করে ঠুনকো আঘাতে
কাঁচের মতো গুড়িয়ে গেল !
একলা আমি স্বপ্ন কুড়াই,
ইচ্ছে হলে গড়ে দিও ?
এম.জাকারিয়া আহমেদ