সব কবিরই লেখা পড়া উচিৎ



বয়স- ৬৬  // পেশা- ব্যবসা  //  বই – অসির চেয়ে মসি জড়  //   সৌপ্তিক  //  রবীন্দ্রায়ন      উত্তরে আছি দিনেও আছি  //        ৪টি কাব্য গ্রন্থ   //       অবশেষে– প্রবন্ধ সংকলন // সংখ্যা– ৭০৬৫কবিতা,  //           ৬০০০প্রায় প্রবন্ধ-নিবন্ধ-গল্প

শ্রুতিসাহিত্য = লেখার জগতে কি ভাবে এলেন – প্রথম লেখাটির বিষয়ে কিছু বলুন ।
সত্যেন্দ্রনাথ পাইন = প্রথমেই বলি লেখার জগতে যখন এলাম তখন আমার বয়স ৯/১০! মায়ের অনুপ্রেরণায়  লিখেছি বারোমাস্যা কবিতা।১৯৬২ সালে। কিন্তু বর্তমানে সেটি সংগ্রহে নেই।১৯৭৩-১৯৯৩সাল লেখা লেখি থেকে বিচ্যুত ছিলাম ব্যবসায়িক কারণে।
.
শ্রুতিসাহিত্য = লেখা কি শিখে লেখা যায়  না কোনো অনুভবের প্রয়োজন  আছে ?.
সত্যেন্দ্রনাথ পাইন = লেখা শিখতে হয় নিশ্চয়ই। কিন্তু অনুভবের জন্য প্রতিভারও প্রয়োজন আছে বৈকি।
.
শ্রুতিসাহিত্য = বাংলা সাহিত্যের ভবিষ্যৎ কি ভাবে আরো উজ্জ্বল করা যায় ?
.
সত্যেন্দ্রনাথ পাইন = বাংলা সাহিত্যের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সকল শিক্ষিত ব্যক্তিরই এগিয়ে আসা প্রয়োজন এবং উচিৎ (আমার মতে)!
.
শ্রুতিসাহিত্য =ইদানিং কোন কোন পত্রিকায় লিখছেন  ?
.
সত্যেন্দ্রনাথ পাইন= ইদানিং আলাপি মন,আনন্দ মুখর,যুথিকা সাহিত্য পত্রিকা, আঁখি পট, পুষণ,আলো ইত্যাদি অসংখ্য পত্রিকায় লিখি- এই মুহূর্তে সব নাম আমি মনে করতে পারছি না- তাই ক্ষমা চাইছি যাদের নাম মনে নেই–তাদের কাছে।
.
শ্রুতিসাহিত্য =ফেসবুক  কি  বাংলা সাহিত্যকে নতুন কোনো আশার আলো দেখাচ্ছে ?
.
সত্যেন্দ্রনাথ পাইন=ফেসবুক/সোশ্যাল মিডিয়ায় সহজেই নাম করা যায় ভেবে যে বা যারা লিখছেন তাঁরা ‘” রং মেখে সং সেজে”
না নামলেই পারতেন। অসংখ্য লেখার ফলে অধিক সন্তান উৎপাদনের মতো অসুস্থ বা বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে বাংলা সাহিত্যে।
.
শ্রুতিসাহিত্য = ভালো লেখা  লিখতে গেলে কি  ধরণের বই পড়তে হবে  ?  আমরা কবিতার কথা বলছি , 
.
সত্যেন্দ্রনাথ পাইন=  ভালো লেখার জন্য কোনো নির্দিষ্ট বই নেই। সব কবিরই লেখা পড়া উচিৎ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বই অবশ্যই পড়া উচিৎ যখন তখন। বর্তমান প্রজন্মের প্রথিতযশা কবিদের লেখাও প্রণিধানযোগ্য।
.
শ্রুতিসাহিত্য =লেখকের  কোন    গুণ  থাকাটা  সবচেয়ে বেশী জরুরী ?
.
সত্যেন্দ্রনাথ পাইন= লেখকের প্রধান গুন হোলো ( আমার মতে) অন্যের লেখার প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
.
শ্রুতিসাহিত্য = বর্তমানে আপনি কি ধরনের লেখা বেশী  লিখছেন ?
.
সত্যেন্দ্রনাথ পাইন= বর্তমানে আমি প্রবন্ধ-নিবন্ধ-কবিতা যেটা মনে আসে সেটাই লিখি । ফলে কবিতার সংখ্যা সাত হাজারেরও বেশি আর প্রবন্ধ নিবন্ধ প্রায় ছ’হাজার।
.
শ্রুতিসাহিত্য = আপনার কাছে ভালো লেখার সংজ্ঞা কি ?
.
সত্যেন্দ্রনাথ পাইন =পাঠকের গ্রহণ যোগ্য লেখাই ভালো লেখার সংজ্ঞা। এবং অবশ্যই রসদ চাই ।
.
শ্রুতিসাহিত্য = আপনার ভাবনায় পাঠকরা কি খুব উপকৃত হচ্ছেন  ফেসবুকে  প্রকাশিত লেখা  পড়ে ?
.
সত্যেন্দ্রনাথ পাইন=পাঠকূল ফেসবুক পড়ে উপকৃত হচ্ছেন না বরং  কুরুচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল কটু কথা বলছেন। ফেসবুক  বিশ্বকে কাছে আনলেও সস্তায় বাহবা নিতে আমি অন্তঃত আগ্রহী নই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *