ওদের দেখা হয়েছিল সপ্তমীর বিকেলে
মজে যাওয়া নদীর পাড়ে
কাশ বনের মাঝে
শিরশিরিয়ে কাপন উঠেছিল মনে
কী বলবে, কীভাবে বলবে….
কথা গুলো চুপি চুপি
চোখের ভাষায় বলে চলছিল
#
তার পর কে যেন ডাকলো ওদের
দুটি টিয়া পাখি উড়ে গেল
সুখের গল্প করতে করতে
দু’জনেই লাজুক হাসলো
পদ্মফুলের পাপড়ির মত ঠোঁট দুটো
এক সাথে বলে উঠলো
ভালোবাসি তোমায়
শরতের মেঘ রঙ ছড়ালো
#
গোধূলির ছোঁয়া এলো
সিঁদুরে মেঘের ভেলায়
পশ্চিমা গগন রং বৃষ্টি ঝরালো
একটু একটু করে
দুটি মন এক হলো
চিরকাল বিচ্ছেদ না হওয়ার
অঙ্গীকারের চুমু
উপভোগ করলো জ্যোৎস্না স্নাত সন্ধ্যা