সঞ্চরণ : সুহিনা বিশ্বাস মজুমদার

সবকিছুর একটা প‍্যাটার্ণ আছে
দুর্বোধ‍্যতারও

সোজা পথে চলা লোক
ঘুলঘুলাইয়ার মজা নিতে
পিছপা হবে
এ ভাবনাটা ভুল

কোমর ছাপানো চুলের
রমরমা
এবাজারেও তেমন হলেও
সেটা একান্তই মেয়েমহলে,
পাত্রীবাছাইয়ের মাপকাঠির শিকল ছিঁড়ে
নামে না কখনো,

গদ‍্য জীবনে
ঐসব
নয় য-ফলা কাব‍্য
আর আছোলা বাঁশ একরকম মনে হয়
ততখন ই ,
যদি না
বাঁশের ব‍্যবহার নিয়ে প্রত‍্যক্ষ হাতপোড়ানো জ্ঞানটুকু পায়

চর্বির নিচে মাংস আর কংকালের
সহজ অবস্থান জানলেও
তোমায় যখন
স্বপ্নেও
জড়িয়ে ধরি
দুহাতে ধরে তোমার মুখ
চেষ্টা করেও
সে কঙ্কাল টা বসাতে পারিনা
তোমার মুখে
অথবা
তোমার আঙুল গুলোকে
নরকঙ্কালের
বলে বুঝে নিতে

ফলে প্রেম যায় জমে

মাংস চামড়ায় যখন
তুমি
তন্ত্র সাধনার মন্ত্রপাঠ কর

তাই
কবরের মাটির
কি
চিতা ভস্মের শান্তি
তোমায়
শান্ত করে

আমি
আমার কথা থাক

ঐযে বললাম
সবকিছুর ই একটা প‍্যাটার্ণ থাকে
তা সে
দুর্বোধ‍্যতার ই হোক

সবেরই মধ‍্যে
একটা ভালোলাগা লুকিয়ে থাকে
সে গানেই হোক
বা
গ্রেনেডে ….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *