সখি তোর বাঁচার জন্য
আমায় তুই বেঁচিয়ে দিলি,
তোর সুখে থাকার জন্য
আমার সুখ তুই চিনিয়ে নিলি।
এমন স্বার্থপর তুই কেমনে হলি?
আমার কাটা গায়ে নুনের ছিটে
তুই কেমনেইবা দিতে পারলি,
আমার নামে দুর্নাম রটায়ে
তুই নিজের সুনাম কুড়াইলি।
এমন পাষাণ তুই কেমনে হলি?
আমার মনটারে আঘাত করে
তোর মনটারে যতন করলি,
আমার ঘরখান ভেঙ্গে চুরে
তোর ঘরখান তুই ঠিকই রাখলি।
এমন সীমার তুই কেমনে হলি?
ওয়াহিদুজ্জান (সুমন)