সংস্কৃতির ফিউশন

#সংস্কৃতির ফিউশন
#প্রদ্যোৎ কাঞ্জিলাল
#১৪/১২/২০২১
******************
দিনের শুরু হলো বটে কাব্যিক চেতনা
লিখছি নাটক আঁকছি ছবি সবেতে পাচ্ছি প্রেরণা
এমনি করে যায় দিন যাক না।

অবাক করা সবেতেই আছি বিনোদনে বাঙালিয়ানা
অনুসরণ আর অনুকরণ তফাৎ কিছু করা যায় না
বেঁচে থাকা ধ্রুপদী ভাবনা রয়ে যায় চেতনাতে।

আত্মবিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে মিশ্র সংস্কৃতি কে টিকিয়ে রাখা দায় বটে
তাই দিনে আলো জ্বালিয়ে কেউ আত্মবিশ্বাস পাচ্ছে ফিরে
ফিউশনের রমরমা সবেতেই চাই।

দিনের শেষে মিলছে বটে কনফিউশনে কাটালাম সবাই
জলসাঘরের বনেদিয়ানা আজও আছে বটে
ডেসিবেলে মাপছি তাই সংস্কৃতির ভাবধারাকে।

সমকালের গতি কেন চারিদিকে রুদ্ধ?
অবকাশ আজ কনসার্ট আর কনফারেন্সে সীমাবদ্ধ
বেঁচে থাকা আশার কথা শোনায় শিক্ষিত সমাজের বৃন্দগান।

বুকের মধ্যে পাথর ফেলে মুখ বুজে দিন গুজরান
এখন তাই ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমের চেষ্টা
বাস্তবতার নিরিখে ছুটে চলে পরাবাস্তবতা।

সমাপ্ত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *