হেমন্তের পাতা-ঝরার শব্দ শুনবো বলে
নিঃশব্দে অপেক্ষা করেছি
নির্জন বনভূমিতে ;
দিগন্ত, নিস্তব্ধতা,
গাছেদের প্রজ্ঞা
দেখতে দেখতে হেঁটেছি–
তোমার অন্তহীন অসীমতার দিকে
লুপ্ত পথরেখা খুঁজে খুঁজে ।।

অধ্যাপক সৌম্য ঘোষ ।
ঠিকানা :— নিউ নারকেল বাগান রোড ।
পোঃ চুঁচুড়া জেলা হুগলী
পিন্ 712101