এবার পূজার নতুন ধারা
হাঁটা ছেড়ে নেটে ঘোরা,
ভিড় এড়িয়ে ঘরে থাকা,
কিংবা টিভির পর্দায় চোখ রাখা,
ফাঁকায় ফাঁকায় মাকে দেখা,
মাস্কে ছিল মুখ যে ঢাকা,
দুরত্বটা বজায় রাখা,
কত কিছু নতুন শেখা।।
#
বিজয়া পরে বার্তা ঞ্জাপন,
মুঠোফোনেই করব প্রেরণ।
সামাজিক মাধ্যমেতে ছড়িয়ে দেবো
শুভেচ্ছা, অভিনন্দন, নিজেও সেটা নিয়ে নেবো,
আলিঙ্গন ছেড়ে করজোড়ে করব নমন,
মনে মনে ছুঁয়ে নেব গুরুজনের যুগল চরণ।।
#
স্বাস্থ্য বিধি বজায় রেখে,
আশীর্বাদও নিলাম না হয় দূর থেকে।।
#
মনের মিলন হলেই হল,
নাই বা হল বুকে টানা,
থাকল তোলা, বাঁচলে প্রাণে সবই রবে,
আসছে বছর আবার হবে।।