শুভ নববর্ষ – উমা ভট্টাচার্য

শুভ নববর্ষ    -  উমা ভট্টাচার্য

শুভ নববর্ষ সবাইকে জানাই প্রীতি-শুভেচ্ছা ও ভালোবাসা।
যদিও এমন নববর্ষ দেখব আমরা ,কেউ করিনি তা আশা।
তবুও বলবো,
১৪২৬ পেরিয়ে১৪২৭,
এরই মাঝে যেটুকু ভালো, আমরা পেয়েছি দূষণমুক্ত বাতাস।।
আর যা কিছু ভাল ,আসুক এ পথ ধরে
*করোনা*মুক্ত সুস্থ পৃথিবী, দেখা দিক একটি ভোরে।।
আর যেন কেউ হয় না বিশ্বে বন্ধু স্বজন হারা।
কবিগুরুর ভাষায় তাই বলি,*ঘুচে যাক গ্লানি ঘুচে যাক জ্বরা, অগ্নিস্নানে সুচি 
হোক ধরা*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *