একটা মেঘাচ্ছন্ন দিনের শুরু হোক ভালোবেসে,
ভেজা কুসুম পাতার অন্তর থেকে
ধার নাও ভোরের কল্পনা,
শুকনো শালপাতার বুকে পা ফেলে
হেঁটে চলো শব্দের ঠিকানায়,
সেই শব্দ- সেই কল্পনা-
ডানা মেলে উড়ে যাবে
পুরোনো শহরের ফুটপাথে।
চোখে জলছবি মাখা শিশুরা কিন্ডারগার্টেনে যায়,
অবাধ্য স্কুলব্যাগ থেকে চুঁইয়ে পড়ে
ভোরের স্বপ্ন।
ভিড় বাসে দৈনন্দিন প্রাতরাশ,
সময়কে আঁকড়ে ধরে রাখার আবেগ,
এই সব প্রতিদিন মাটি খুঁড়ে কঙ্কাল খোঁজার অভ্যাস-
এলোমেলো হয়ে যাক
সাতরঙা সতেজ ঘাসের বুকে।
সকালের হৃদয়হীন ঘড়িটাকে তারিফ করো ভালোবেসে,
বালিশের থ্যাবড়ানো সিঁদুরে চোখ বুলিয়ে
একবুক শান্তির নিঃশ্বাস নাও,
ট্রাম-বাসের লাইনে পা মিলিয়ে চল
মানুষের মিছিলে,
আবছা চশমাকে বলো ‘ শুভসকাল’ ভালোবেসে।