শীতের দুপুর
শীতের দুপুর আবেশ ছড়ায়
শার্টের চেনা গন্ধ যেন হৃদয় হারায়।
কম্বলে ঢাকা থাকে অনেকদিনের জমানো আদর
উষ্ণতাখোর শীতের দুপুর করে না তার কদর।
শীতের প্রেম নীল ছুঁয়ে যায়,গোনে তখন প্রহর
তুমি ছাড়া ছন্নছাড়া,উথাল-পাথাল এ শহর।।
©প্রিয়াঙ্কা ঘোষ