শিরোনাম: সূর্যোদয়
মুহাম্মদ দিলাওয়ার হুসাইন
(সনেট: কখখক, কখখক, গগ, ঘঙঘঙ)
তারিখ: ২৫-০৩-২১
আপনার অপেক্ষায়, মেঘাকাশ আজ-
দেখেন কেমন ঝলোমলো রূপ তার
ঝিলিমিলি তারা যেন, প্রফুল্ল উদার
আপনার অপেক্ষায়, প্রেমময় সাজ!
দখিনা হওয়া তুলে, শিহরণ ঝাঁজ-
উন্মুক্ত আকাশে ভাসে, কৌতূহলী ভার
আপনি এখনো নাকি কারাগারে কার!
তৃষ্ণায় ফেটে পড়বে তবে কি এ রাজ?
শপথ এ আপনার, নীল হলো ঠোঁট
শপথ এ জোছনার, বলিনি তো ঝুট।
আমি জানি আপনার পোড়ে মন রোজ,
শয়নে স্বপনে ঘোরে, আকুল- হৃদয়।
এই রাতে হবে তবে, আপনার খোঁজ,
প্রেমের-পরশে দিলে, হবে সূর্যোদয়।
মুহাম্মদ দিলাওয়ার হুসাইন