শিক্ষা
ম হী তো ষ গা য়ে ন
উঠবো বললেই ওঠা যায় না
বসবো বললেই বসা যায় না
ওঠা এবং বসার মধ্যে যে ব্যবধান
তা বুঝতে হয়,তার শিক্ষাও নিতে হয়
ভালোবাসবো বললেই
ভালোবাসা যায় না
অপেক্ষা করতে হয়
নিজেকে যোগ্য করে তুলতে হয়।
সব কিছুতেই পরীক্ষা দিতে হয়
প্রস্তুতি নিতে হয় আজীবন
পরীক্ষা দিতে দিতে একসময় সফল হওয়া যায়
অপেক্ষা করতে করতে একসময় গাছে ফুল আসে,ফল হয়,ফলের জন্যও অপেক্ষা করতে হয়।
মহীতোষ গায়েন