আমি যখন ছোট্ট ছিলাম
পড়ার পরে খেলার তরে ছুট্টে যেতাম ।
ছোটা ছুটি আর হুল্লোড়
করার পরে মায়ের ডাকে দিতাম দৌড় ।
বাবার শাসনে , মায়ের আদরে
ছোট থেকে বড়ো হয়ে
পেলাম অনেক এই জীবনে ।
.
কিন্তু দেখো ঐ ছেলেটি ,
বই এর বোঝা ঘাড়ে করে
দিন – রাত্রি ছুটছে আর পড়ছে ।
জানে না সে খেলাটা কী ?
প্রথম হওয়ার লড়ায়ে সে
বন্ধুকে ভাবে প্রতিযোগী —
ভালো ছেলে তবেই হবে যদি পায় একশো ।
লাফিয়ে দৌড়ে মেডেল পেয়ে
হওয়া যায় কি আর ভালো মেয়ে !
.
পাশের বাড়ির প্রশান্ত কাব্য লেখায় সুকান্ত
বাবা মায়ের ইচ্ছায় সাহিত্য ছাড়ল শেষটায় ।
মধ্যবিত্ত ঘরের বলে ছাড়তে হল স্বদেশ
প্রতিযোগীতার ঘেরাটোপে স্বপ্ন হল তার নিঃশেষ ।
.
আজকে শিক্ষার আঙিনায় প্রতিযোগীতার ছলনা
পড়া ছেড়ে খেলতে যাবো এমন কেউ আজ বলেনা ।
মিডডে মিল আর শ্রীর ভিড়ে শিক্ষা গেছে হারিয়ে
কর্মশিক্ষা আর শারিশিক্ষা নাম দুটো গেছে পালিয়ে ।