পিপাসা নিয়ে এখন অপেক্ষায় প্রহর কাটে
চারিদিকে এত শান্তি অথচ দেখা যাচ্ছে না,
স্বপ্ন দেখতে দেখতে মধ্যরাতে ঘুম ভাঙে…
চারিদিকে শুধু শোনা যায় শান্তির শব্দ।
#
প্রেম বলেছিল শান্তি দেবে,দেয়নি।
নারী বলেছিল শান্তি দেবে,দেয়নি।
পুরুষ বলেছিল শান্তি দেবে,দেয়নি।
ঈশ্বর বলেছিল শান্তি দেবে,দেয়নি।
#
এভাবেই কাটবে সারাটা কাল?শান্তি
যায়,শান্তি আসে,ধরে রাখা যায় না,
জীবনের যাবতীয় শান্তি চুরি হয়ে যাচ্ছে,
কেউ দেখতে পাচ্ছে না,ধরতে পারছে না।
#
গভীর রাতে উঠে দেখি গাছ ডাকছে,
পাখি ডাকছে,ফুল ডাকছে,আকাশ
ডাকছে,চাঁদ ডাকছে,নদী ডাকছে…
বেঁচে থাকার আশা ক্রমশ: প্রবল হচ্ছে।