শান্তি – অভিষেক সাহা

 ” আমি শান্তি চাই না। চাই না।চাই না।” চায়ের দোকানের বেঞ্চে বসে বছর চৌত্রিশের  হরি দা  বেশ জোর গলায় বলে উঠল।

” সে কী দাদা  আপনি শান্তি চান না , আজব তো !” পাশে বসা বছর সাতাশের টুকাই অবাক হল।

” আজব কেন হে ছোকরা! আমার কী চাই আর  কী চাই না তা কী তোমায় জিজ্ঞেস করতে হবে!” বিস্মিত হয়ে বলল হরি দা ।

” না তা ঠিক নয় ,সবাই তো যুদ্ধ নয় শান্তি চাই বলে নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দেয়।আর আপনি শান্তি চান না । তাই আর কী!” টুকাই উত্তর দিল।

” এটা আমার পছন্দ,  কী করা যাবে।” বেশ তাচ্ছিল্য করে বলল হরি দা।

” আপনার বাড়িতে শান্তি আছে তো?” দিশা পাল্টে প্রশ্ন করল টুকাই।

” অবশ্যই।” হরি দা   কনফার্ম  করল।

” আমাকে একটু ভাগ দেবেন। আমার কাছে না একটুও নেই।” টুকাই বিনয় ঢালা গলায় বলল।

” এক থাবড়া মেরে চোয়াল ভেঙে দেব , ত্যাদোর ছেলে!” হঠাৎ উত্তেজিত হয়ে বলল হরি দা।

” আপনি রাগ করছেন কেনও! আমি আপনার টাকা পয়সা , সম্পত্তি কিছুই তো  চাইনি, শুধু একটু  শান্তির ভাগ চেয়েছি !”  করুণ গলায়  বলল টুকাই।

” টাকা-পয়সা চাও , সাধ্য মত দেব  । কিন্তু  , আমার বাড়ির শান্তির কেশাগ্রও তোমাকে স্পর্শ করতে দেব না  !” গম্ভীর হয়ে বলল হরি দা ।

” কিন্তু কেনও!” আশ্চর্য হল টুকাই।

হরি দা  এবার গলা নামিয়ে আস্তে করে বলল ”  শান্তি আমার বউয়ের নাম! “

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *