রাতের আঁধার সরে গিয়ে
চারপাশটা একটু দৃশ্যমান
এসে বসি দরজা খুলে –
নিয়ে ঘুম মাখা আসন।
মাথার ওপরের আকাশ
চোখের কাছের সবুজ মাঠ
পেরিয়ে মিশে গেছে সার
দেয়া গাছগুলির পিছনে।
বসে আছে সাদা বক ওই,
কানে আসে চেনা অচেনা
পাখির কল কল কাকলি,
শীতল বায়ু সুখস্পর্শ আনে।
লেজ ঝুলিয়ে ফিঙেটা বসে
সরু শাখে, সাদা মেঘের
উদ্দেশ্যহীন ঘোরা ফেরা,
কিছু দূরে কাশ ফুল মাথা
দোলাচ্ছে, ওদিকে শালিক
দুটো বসেছে নিয়ে দূরত্ব।
একটা উড়ে গেলে অন্যটি
পিছু নিল, শিউলি সুবাসিত
বাতাস বয়ে গেল, ফ্যাকাসে
রবির গায় লাল রঙ লাগে,
বর্ষা শেষে প্রকৃতি ঝকঝকে
আধেক ধরা হবে কর্মে লিপ্ত।