শরৎ এলো – রত্না দাস

শরৎ এলো একমুঠো কাশ

শরৎ এলো শিউলির রাশ

        পুজোর থালা

          খুশি ঢালা

শরৎ এলো সোহাগ বাতাস।

#

শরৎ এলো পুজো মধুমাস

শরৎ এলো দেবদেবী বাস

        মেঘের ভেলা

        আলোর মেলা

শরৎ এলো পূর্ণ সুবাস।

#

শরৎ এলো মনচুরি চাষ

শরৎ এলো ভোজন বিলাস

         খাদ্য মেলা

         উপচে থালা

শরৎ এলো হাসি বারোমাস।

#

শরৎ গেলে দুখভরা ঘাস

শরৎ গেলে শিশির উদাস

        দেবী গর্জনে

          বিসর্জনে

শরৎ গেলে বাজনা বাজাস. !!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *