শব্দকথা
মহীতোষ গায়েন
রাত বাড়লেই পাড় ভাঙার
শব্দ অনাসৃষ্টি,
গর্ভবতী নদীর সাথে
আকাশভাসান বৃষ্টি।
কাকভোরে দেখতে পেলাম
ভাসছে জলে মন,
গ্রাম ভেসে যায় অথৈজলে
ভাসছে কন্ডোম…
বুকে জমে নানান সংশয়
রিমঝিম বৃষ্টিতে কাছে আসি,
কাল মেয়ে তোর পাইনি দেখা
কেনরে সর্বনাশী?
রাত বাড়লেই বাড়তে থাকে
চোখের জলের ধারা,
কোন্ বাগানে ফুল ফুটেছে
বাড়ছে প্রেমের চারা?
MAHITOSH Writer