শপথ করি — মোঃ রায়হান কাজী

শপথ করি   --    মোঃ রায়হান কাজী
আন্তরকে আজ পরিষ্কার করি,
সকল জীর্ণশীর্ণতা দূরে ঠেলে। 
সাহসীকতার সাথে পথ চলি,
সকল সংকোচ পিছনে ফেলে।
মনকে আজ জাগ্রত করি,
নতুন দিনের আলোর সাথে। 
উদ্যত করো লোকজনদের, 
নতুন দ্বারার চিন্তা ভাবনা করতে। 
নির্ভয়ে নিশ্চিত ভাবে পথ চলি,
সবাই একসাথে কাঁধে হাত রেখে। 
শপথ করি আজ মঙ্গল করবো,
দুঃখে ঝর্ঝরিত মানুষজনকে। 
যুক্ত হবো সবার সঙ্গে।
হাসিমুখে উজ্জীবিত করে,
দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাবো। 
কোনো কিছুতেই পরোয়া না করে।
আগুনের শিখার মতো, 
উঠবো জেগে অচিরেই। 
আনবো চিনিয়ে জয়ধ্বনি,
সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে।
মুক্ত করবো সকল জড়তা, 
মন থেকে সাহস সঞ্চার করে। 
নিজের কাজের প্রতি মনযোগী হবো,
কিছুতেই তাকাবো না পিছনে ফিরে।
আন্তরমাঝে ঝড় ওঠে অহরহ, 
নিত্যনতুন কিছু করবো বলে।
হ্নদয়কে আজ বিকশিত করবো,
পূর্ব দিগন্তের সূর্যের সাথে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *