নদীতে এখন অনেক জল,
বয়ে যাওয়া বাকি।
মাঝিরে তুই ফিরে চল,
মাঝনদীতে করছিস টা কি?
পশ্চিম কোণে মেঘ করছে,
আঁধার নেমেছে পালে।
চাষিরা সব ঘরে ফিরছে,
যে যার ছেলে নিজে নিয়ে কোলে।
আর এগিয়ে যাসনা মাঝি,
ঝড় উঠেছে দেখছিস না,আজি।
কেমন রূপ নিয়েছে দেখ নদীর চেহারা খানি,
এই নদীতে গেলে মাঝে,বিপদ হবে জানি।
তুই মাঝি ভীষণ একগুঁয়ে,
কথা শুনিস না মোটে।
জীবনের ভয় নাই রে তোর?
কি হবে যদি বিপদ কিছু ঘটে!
আমাকে কেন চাপালি মাঝি,
উপার দেখানোর লোভে।
আমি তো সাঁতার জানিনা রে মাঝি,
কি হবে বলতো নৌকাটি ডুবলে।
সব কথা শুনেও মাঝি,
মাছ ধরে যায় নিজের খেয়ালে।
শেষে হেসে বলে মাঝি,
ওরে খুড়ো যা আছে দেখা যাবে কপালে।