একটা মন, যা আমারি ছিল
কিছুদিন তোমায় ভাবলো
আবার ফিরে এল –
কিন্তু আমার আর হ’লোনা,
মন, মন খারাপের হাতগুলি
বাড়িয়ে বৃষ্টি ছুয়ে দেখে –
তুমিও জেগেছিলে
রাতভোর একাকী।
অগোছালো কথাগুলি সাজিয়ে
শ্রাবণ প্লাবনে ভাসতে,
ভুলছিল তোমার অশ্রুভাষায়
বুঝিনি মোহে।
ভেবেছিলে লুকোচুরি –
যা আজ যেমন তেমন বৃষ্টিধারায়
বন্যা আনে, সবি ভাসায়।