লাল সবুজের নিশান
রাহুল দেব বিশ্বাস
বীরের রক্তে কেনা জমি
এদেশ আমার মাতৃভূমি,
রক্তে ভেজা শক্ত মাটি
খাঁটি সোনার চেয়ে খাঁটি।
ত্রিশ লক্ষ রক্তের স্রোত
দুই লক্ষ মা বোনের ক্রোধ,
পদ্মা মেঘনা যমুনার জল
শহিদের রক্তে লালে লাল।
সূর্যের মতো লোহিত বৃত্ত
যোদ্ধার রক্তে গাঢ় সিক্ত,
প্রকৃতি তার সবুজ ছায়ায়
নিঃস্ব মায়ের প্রাণ জুড়ায়।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
জেগে উঠেছি মুক্তির গানে,
শত্রুর বুকে গুলি ছুড়ে
লাল সবুজের নিশান ওড়ে।