লড়াই
রচনা : বিজন মণ্ডল
মেরুদণ্ড যদি সোজা হয়
তবে তুমি বুঝিয়ে দাও, তুমি মানুষ
নিজের অধিকার ছিনিয়ে নাও
বাহুবলে নয় ন্যায়বলে
চার পায়ি পশুদের মতো
হিংস্রতায় নয় নম্রতার বিনিময়ে
তোমার ধমনীতে প্রবাহিত প্রতি ফোঁটা লোহিতে
জাগিয়ে তোলো জয়ের স্পন্দন
জ্বালিয়ে তোলো অধিকার প্রাপ্তির শিখা
মেরুদণ্ড যদি সোজা হয়
তবে তুমি বুঝিয়ে দাও, তুমি মানুষ
হিংস্র পশুর হাত থেকে রক্ষা পেতে
আশ্রয় নিয়েছিলে অন্ধকার গুহায়
তবুও তুমি হারিয়ে যাওনি
জ্বেলেছো আগুন, জয় করেছো অন্ধকারকে
যুগ যুগ ধরে তোমার শোনিতে ফুটেছে
জয়ের মোহময়ী গোলাপ
কষ্টরূপী কন্টক দমিয়ে পায়ে এগিয়েছো
মেরুদণ্ড যদি সোজা হয়
তবে তুমি বুঝিয়ে দাও, তুমি মানুষ
ধ্বংস করো.., সৃষ্টি করো নব প্রজন্ম
ভবিষ্যতের আঙিনায় মেলে ধরো
মসৃণ করো নবজাতকের চলার পথ
হাজার মাইল চলতে হবে তাদের
আরেকবার লড়াই করো তোমার প্রবৃত্তিতে
ভয়ের খোলস ছেড়ে বেরিয়ে আসো
নির্মাণ করো নতুন পৃথিবী
বিজয়ের মুকুট পরো
বিজন মণ্ডল